অঙ্কুশের পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে

বিনোদন: ভারতীয় বাংলা সিনেমার ব্যস্ত অভিনেতা অঙ্কুশ হাজরার পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। তা সত্ত্বেও দীর্ঘ ৫০ দিন ধরে শুটিং করছিলেন। এবার ব্যথা এতটাই বেড়ে গিয়েছে যে, এখন প্রায় শয্যাশায়ী অঙ্কুশ, করতে হতে পারে অস্ত্রোপচার। হিন্দুস্তান টাইমসকে অঙ্কুশ হাজরা বলেনÑ‘পায়ের ব্যথা এতটাই বেড়ে গিয়েছে যে, পা নাড়াতে পারছি না। প্রচন্ড ব্যথা। আপাতত ১০ দিনের মতো সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন ডাক্তার। সেই নির্দেশনাই অক্ষরে অক্ষরে পালন করছি। অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে। তবে সবটুকুই নির্ভর করছে ১০ দিনের বিশ্রামের উপর।’ প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে আবারো জুটি বেঁধে অভিনয় করছেন অঙ্কুশ। ‘লাভ ম্যারেজ’ নামে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু অঙ্কুশের অসুস্থতার কারণে তা আপাতত বন্ধ। তা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘‘বাধ্য হয়েই ‘লাভ ম্যারেজ’ সিনেমার শুটিং কয়েক দিন বন্ধ রাখতে হচ্ছে। কারণ, চোটের অবস্থা খুবই খারাপ।’’ কাজের দিক থেকে, জয়দীপ মুখার্জি পরিচালিত ‘এফআইআর’ সিনেমায় প্রথমবার পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। এতে আরো অভিনয় করেছেনÑঋতাভরী চক্রবর্তী, বনি সেনগুপ্ত। এ ছাড়া পাভেল পরিচালিত ‘মন খারাপ’ সিনেমার কাজও তার হাতে রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!