অনিমেষ ভাবনাকেই বিয়ে করবেন

বিনোদন: পরিচালক অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রেমের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তবে এই বিষয়ে তারা সরাসরি কোনো কথা এতদিন বলেননি। প্রথমে কাজের সম্পর্কের সুবাদে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এই বন্ধুত্বের পর ভালো লাগা, ভালোবাসা। হয়তো খুব শিগগিরই বাজবে বিয়ের সানাই। গতকাল নিজেদের প্রেমের সম্পর্কের বিয়ষটি নিশ্চিত করেছেন অনিমেষ আইচ। এ বিষয়ে তিনি বলেন, এটা সত্যি। আমরা দুজন দুজনকে ভালোবাসি।
বিয়েও করব। আর ক্রমান্বয়ে সবকিছুই হবে। বন্ধুত্ব থেকে প্রেম ভালোবাসায় যখন এসেছি আমরা, বিয়েটাও হবে। সময়ই সবকিছু বলে দেবে। এদিকে ভাবনা বলেন, বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে আমাদের। আমরা একে অপরকে খুব ভালো বুঝি। অনিমেষের সবচেয়ে বড় গুণ হলো, সে বিশাল মনের মানুষ। তাছাড়া অত্যন্ত আন্তরিক। পাশাপাশি খুব চাপা স্বভাবের। সে মুখ ফুটে কিছু বলে না, তবে তার কাজকর্ম দিয়ে সে বুঝিয়ে দেয়, আমার প্রতি তার ভালোবাসা কতটা গভীর। প্রসঙ্গত, ‘নয়টার সংবাদ’ নামের একটি নাটকের মাধ্যমে অনিমেষ ও ভাবনার পরিচয়। ২০১৩ সালে এই নাটকটির জন্য পুরস্কার পান অনিমেষ। পুরস্কারের দিন রাতে অভিনন্দন জানানোর জন্য অনিমেষকে ফোন করেন ভাবনা। সেই থেকে গল্পের শুরু। তারপর মন দেয়া-নেয়া। ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী ভাবনার প্রথম সিনেমা ‘ভয়ঙ্কর সুন্দর’। এই ছবির পরিচালক অনিমেষ আইচ। ছবির শুটিং করতে গিয়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ব্যাপকতা পায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!