অনুরোধ করলেন আনুশকা

বিনোদন: সব মেয়েদেরই অবধারিত ভাবে দুটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রথমটি হলো কবে বিয়ে এবং বিয়ে হলে পরবর্তী প্রশ্ন কবে মা হচ্ছেন? এই প্রশ্ন থেকে ছাড় পান না অভিনেত্রীরাও। লকডাউনে অনেকদিন একসঙ্গেই রয়েছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। তাদের বিয়ের বয়স আড়াই বছর। দুজনেই ব্যস্ত তাদের কাজের জগতে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আনুশকা প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’। নেটফ্লিক্সে মুক্তির পথে তার পরবর্তী ওয়েব সিরিজ ‘বুলবুল’। এবার নতুন গুজব ছড়ালো আনুশকার মা হওয়া নিয়ে। সম্প্রতি কোহলির সঙ্গে আনুশকার বেবিবাম্পের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। রটে যায় মা হতে যাচ্ছেন এ নায়িকা। কিন্তু ভাইরাল হওয়া এই ছবিটি ভুয়া।

এরইমধ্যে বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন আনুশকা। তিনি বলেন, এই ছবিটি একদমই বানোয়াট। আমি অনুরোধ করছি না জেনে, বুঝে কোন ছবি কিংবা তথ্য পোস্ট করবেন না। এটা এক ধরনের অপরাধ। মা হওয়া একটি পবিত্র বিষয়। আর সেটা হলে আমি সবাইকে অবশ্যই জানাবো। এতে লুকোচুরির তো কিছু নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!