অবসরপ্রাপ্ত যুগ্মসচিব হাবীব আবু ইব্রাহীম সেলিমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, পাবনা : অবসরপ্রাপ্ত যুগ্মসচিব হাবীব আবু ইব্রাহীম সেলিম (৭২) সোমবার দিবাগত রাত ১.১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার মধ্য রাতে আকষ্মিক বুকে ব্যথা অনুভব করলে সোমবার সকাল ৬টায় তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

দুপুর ১টায় তিনি মারা যান। মৃত্যুকালে বৃদ্ধ মা, ৫ ভাই, ৩ বোনসহ বহু আত্বীয় স্বজন রেখে গেছেন। তার ২ ছেলে ১ মেয়ে ও ছোট ৪ ভাই আমেরিকা ও কানাডায় বসবাস করছেন। তিনি পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদের ফুফাতো ভাই। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় তাকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!