‘অবুঝ দিনের গল্পে’ অপূর্ব-তানজিন তিশা
বিনোদন: নিত্য নতুন গল্প ও নানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অপূর্ব। সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। নাটকের নাম ‘অবুঝ দিনের গল্প’। এটি পরিচালনায় করেছেন শিহাব শাহীন। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটি নিয়ে অপূর্ব বলেন, অনেকদিন পর শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলাম। তার পরিচালনায় এর আগেও বেশ কিছু কাজ করেছি। তার লেখা গল্পে ভিন্নতা থাকে।
এ নাটকেও সুন্দর একটি গল্প রয়েছে। আশা করি, নাটকটি দর্শকদের পছন্দ হবে। তানজিন তিশা জানান, দারুণ একটি গল্প। কাজটি সবার পছন্দ হবে। এ নাটকে মেহেদী হাসান পিয়ালও অভিনয় করেছেন। প্রযোজনা করেছে জেএমআর এন্টারটেইনমেন্ট। নির্মাতা শিহাব শাহীনও নাটকটি নিয়ে বেশ আশাবাদী। আজ রাত ৮টায় ‘অবুঝ দিনের গল্প’ নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানান নাটকটির পরিচালক শিহাব শাহীন।
Spread the love