অভিনয়ে ফিরছেন সারা জেরিন
বিনোদন: দর্শকপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ¦ী হুজুর’ ছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে কাজ শুরু করেন সারা জেরিন। প্রথম ছবিতেই সাইমন সাদিককে তিনি নায়ক হিসেবে পান। এরপর তার অভিনীত ‘রোমিও’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘তোমার জন্য মন কাঁদে’ নামের ছবিগুলো মুক্তি পায়। ২০১৬ সালের পর বিরতি টানেন সারা জেরিন। মাঝে প্রায় দুই বছর কাজ করেননি তিনি। তবে আবারো কাজে ফিরেছেন সারা। এ প্রসঙ্গে তিনি বলেন, মাঝের সময়টা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আবারো পুরোদমে কাজে ফিরেছি।
বর্তমানে রাজু চৌধুরীর
‘সাহসী সাংবাদিক’ এবং রুবেল মাহমুদের পরিচালনায় ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের দুটি ছবিতে কাজ করছি। এরমধ্যে ‘সাহসী সাংবাদিক’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছি আমি। আর ‘নিশ্চুপ ভালোবাসা’ ছবিতে গ্রামের এক চেয়ারম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করছি। এ ছবিতে আমার চরিত্রের নাম নিঝুম। এ ছবিতে রাশেদ প্রহর, রিপন গাজী ও আফফান মিতুল নামের তিন নায়কের বিপরীতে অভিনয় করছি। সামনে এ ছবির গানের দৃশ্যায়ন শুরু হবে। কিশোর রাব্বানীর চিত্রনাট্যে এ ছবিটি প্রযোজনা করছেন রাশেদ খান। আশা করি, আমার কাজগুলো দর্শক পছন্দ করবে।