অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শনে সচিব সেলিম রেজা
পিপ (পাবনা) : পাবনা বেড়া উপজেলার নতুল ভারেঙ্গা ইউনিয়নের সাফুল্লাহ মৌজায় যমুনা নদীর তীরে ৭ শত একর জমির উপর অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও অর্থ বিভাগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধান মন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চলের যুগ্ন সচিব হাসান আরিফ।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল দশটায় সরেজমিনে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. মেকলেসুর রহমান, বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী, উপজেলা সহকারি (ভুমি) মো. মাহাবুব হাসান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজবা মোল্লা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।