অস্ট্রেলিয়ায় ইসরায়েলি ছাত্রী খুন: যুবক গ্রেপ্তার

আর্ন্তজাতিক: মেলবোর্নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে ইসরায়েলি ছাত্রী খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।
বৃহস্পতিবার সকালে লাতরোব বিশ্ববিদ্যালয়ের কাছে ২১ বছর বয়সী আইয়া মাসারুর মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে একটি কমেডি ক্লাব থেকে ট্রামে করে রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।
সেসময় আইয়া ফোনে বোনের সঙ্গে কথা বলছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
আইয়ার বোন ফোনালাপের সময় ফোন মাটিতে পড়ে যাওয়ার শব্দ এবং কারো কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ইসরায়েলি ছাত্রী খুনের ঘটনায় শুক্রবার মেলবোর্নের উপকণ্ঠ থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়।
ভিক্টোরিয়া পুলিশ গ্রেপ্তারকৃতের নাম-পরিচয় না জানালেও সাহায্যের জন্য জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছে।
হত্যার আগে আইয়াকে যৌন নির্যাতন করা হয়েছে বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের।
“এখন পর্যন্ত এটিকে সুযোগ বুঝে আচমকা আক্রমণ বলেই মনে হচ্ছে,” বৃহস্পতিবার সাংবাদিকদের জানান পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু স্ট্যাম্পার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!