আওয়ামীলীগ ঐক্যবন্ধ থাকলে উন্নয়ন ও সুশাসন সম্ভব -আইসিটি প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি: আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, দীর্ঘ ৩৭ বছর সিংড়া তথা চলনবিলের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। অনেকেই সুসময়ের অতিথি পাখির মত এসেছে আর জনগণের ভোট নিয়ে প্রতারণা করেছে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলনবিলের কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আর আগামীতে আওয়ামীলীগ ঐক্যবন্ধ থাকলে উন্নয়নের পাশাপাশি সুশাসন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

আজ বিকেলে সিংড়ার চলনবিলের তিড়াইল স্কুল মাঠে স্থানীয় আ’লীগ আয়োজিত মতবিনিময় সভা ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ইউনিয়র আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক দেদার হায়াত, আ’লীগ নেতা জাহেদুল ইসলাম জিন্নাহ প্রমূখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!