আগামী ২২ মার্চ আটঘরিয়া উপজেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণার অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অঙ্গীকার বাস্তবায়নে পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় আরও ১২০টি পরিবার পাচ্ছে নতুন ঠিকানা। আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বেশকিছু উপজেলাসহ আটঘরিয়া উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। বাড়ি হস্তান্তর উপলক্ষ্যে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু হস্তান্তর ও ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার অপেক্ষায়।
উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু জানান, আটঘরিয়া উপজেলা প্রথম পর্যায়ে ৮৫টি পরিবার, দ্বিতীয় পর্যায়ে ২০টি, ত্বিতীয় পর্যায়ে ৮০টি এবং চতুর্থ পর্যায়ে ১২০টিসহ মোট একক ঘর সংখ্যা ১ হাজার ২২০টি। আর এ ঘর পেয়ে পরিবারগুলো পেয়েছে নতুন স্থায়ী ঠিকানা।
উপজেলার শ্রীকান্তপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া রমেলা বেওয়া বলেন, এক মেয়ে নিয়ে বসবাস তার। খেয়ে না খেয়ে রাস্তা ঘাটে ঘুরে বেড়াত। এত দিন ভাঙা ঘরে ছিলেন, এখন সরকারের দেওয়া পাকা ঘরে থাকেন। শীত, বর্ষায় আর আগের মতো কষ্ট হয় না। ঘর পাওয়ায় অভাব থাকলেও নেই ভিটে হারানোর শঙ্কা।
উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা গ্রামের নতুন ঘর পাওয়া মোছা: গোলাপী খাতুন বলেন, অন্যের জমিতে কুঁড়ে ঘরে বাস করতে তিনি। ঝড়-বৃষ্টিতে ঘরে পানি পড়ত। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পয়ে তার আর কোন কষ্ট নেই বলে জানান তিনি।
দেবোত্তর ইউনিয়নের পাটেশ^র গ্রামের মোছা: খাতুন জান জানান, রাস্তার উপর বাস করতে তিনি। পরিবার পরিজন নিয়ে খুব কষ্ট হত। অনেক সময় ঝড়ে ঘুরের ছাউনী উড়ে যেতো। এখন তার আর কোন কষ্ট নেই। ঘর পেয়ে খুব খুশি তিনি।
দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল বলেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অঙ্গীকার বাস্তবায়নে তার ইউনিয়নে সঠিকভাবে ভূমিহীন ও গৃহহীন মানুষদের তালিকা করে সঠিকভাবে বন্ঠন করা হয়েছে। তিনি বলেন, এই উপজেলা ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী এটা এ উপজেলার গর্ব।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়াল লক্ষ্যে সারাদেশে একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। এইটাকে বাস্তবায়ন করার জন্য এই উপজেলাতে প্রথম, দ্বিতীয়, ত্বিতীয় পর্যায়ে ১১শ ঘর হস্তান্তর করা হয়েছে। এবং চতুর্থ পর্যায়ে আরো ১২০টি ঘর আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। আর এই ঘর উদ্বোধনের মাধ্যমে আটঘরিয়া উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা হবে। তনি বলেন, ঘর পাওয়া মানুষগুলো প্রতিবন্ধী, বিধবা এবং সমাজের নি¤œ শ্রেণীর মানুষ যারা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই ঘরগুলো হস্তান্তর করতে যাচ্ছি বলে জানান তিনি।
সরজমিনে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা, দেবোত্তর ইউনিয়নের শ্রীকন্তিপুর ও পাটেশ^র আশ্রয়ন প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি হস্তান্তর উপলক্ষে আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন ঠিকানায় নতুন সংসার সাজাতে যাওয়া মানুষগুলোকে ঘরের কাজ শেষ করে বুঝিয়ে দিতে সব প্রস্তুতিই এগিয়ে নেওয়া হয়েছে। দুই সারিতে দুই পাশে ঘরগুলো করা হয়েছে।