আজ সাঁথিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস
নিজস্ব প্রতিবেদক : আজ ৯ ডিসেম্বর পাবনার সাঁথিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে শত্রুমুক্ত হয় সাঁথিয়া উপজেলা। দীর্ঘ ৯ মাস যুদ্ধে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকবাহিনী সাঁথিয়ার বিভিন্নস্থানে মুক্তিযোদ্ধাসহ অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে।
৭ ডিসেম্বর সাঁথিয়ার সকল মুক্তিযোদ্ধা একত্রিত হয়ে উপজেলার নন্দনপুরে পাক হানাদারদের সাথে চূড়ান্ত যুদ্ধে মুখোমুখি হন। মুক্তিযুদ্ধাদের তুমুল আক্রমনে টিকতে না পেরে পাকসেনারা পিছু হটতে বাধ্য হয়।
পরদিন ব্যাপক প্রস্তুতি নিয়ে পাক হানাদাররা আবার সাঁথিয়া আক্রমনের উদ্দেশ্য আসতে থাকে। সেদিনও মুক্তিযোদ্ধাদের তীব্র বাধার মুখে পাক সেনারা আবার পিছু হটে চলে যায়।
পরদিন ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা সাঁথিয়া থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে সাঁথিয়া থানাকে শত্রুমুক্ত ঘোষণা দেয়া হয়।
Spread the love