আজ ১৮ ডিসেম্বর পাবনা মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক, পাবনা : আজ ১৮ ডিসেম্বর, পাবনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পাবনা কলেক্টরেট ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাবনা জেলাকে আনুষ্ঠানিক ভাবে হানাদার মুক্ত ঘোষনা করা হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের স্বাধীনতা অর্জিত হলেও তখন জেলার সুজানগর ও সাঁথিয়াতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলছিল। প্রায় তিন দিনের এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমনে হানাদার পাবনা ছেড়ে পালিয়ে গেলে উৎফুল্ল মুক্তিযোদ্ধাসহ হাজার হাজর মুক্তিকামী মানুষ পাবনা কালেক্টরেট ভবনে এসে সমবেত হয়। সেখানে পাকিস্তানী পতাকা আগুনে পুড়িয়ে দিয়ে পাবনাকে অনুষ্ঠানিকভাবে হানাদার মুক্ত ঘোষনা করা হয়।

মুক্তিযোদ্ধারা জানান, ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী তুমুল যুদ্ধে ২৮ জন পাকিস্থানী বর্বর সেনা নিহত হয়। ৩০ মার্চ পাকিস্থানী হানাদার বাহিনী’র ১৮০ জন সদস্য সড়ক পথে পাবনা-পাকশী সড়কের দাশুড়িয়া নামক স্থান দিয়ে পালানোর সময় মুক্তিকামী জনতা তাদের উপর গেরিলা হামলা চালালে সকল পাক সৈন্য নিহত হয়। ১৪ ডিসেম্বর পাকিস্থানী হানাদার বাহিনী পাবনায় বিমান হামলা চালালে ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর বিরুদ্ধে ত্রিমুখী পজিশন নিয়ে ব্যাপক হামলা চালায়। দুইদিন একটানা তুমুল যুদ্ধের পর পাক বাহিনী পাবনা ছেড়ে পালিয়ে গেলে ১৮ ডিসেম্বর পাবনা শত্রুমুক্ত হয়।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হিসেবে যুদ্ধের ২৮ বছর পর ১৯৯৮ সালে কালেক্টরেট ভবনের সামনে ‘দূর্জয় পাবনা’ নামে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!