আটঘরিয়ার একদন্তে অগ্নিকান্ড ; ৭ বাড়ি পড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া ৭টি বসত বাড়িতে অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দাই গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার দিন বিকেলে বৈদ্যুতিক সর্কসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে উক্ত গ্রামের আ. ছাত্তার, শহীদ বিশ^াস, জামাল উদ্দিন, উজ্জল হোসেন, হালিমা খাতুন, রফিক উদ্দিন ও একদন্ত ইউনিয়নের ইউপি সদস্য রতœা খাতুনের ৭টি বসত ঘর ও ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান, চাল, ২ টি গরুসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভূস্মীভুত হয়েছে।
খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই পুড়ে ভূস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আটঘরিয়া থানার এসআই শফিউল ইসলাম