আটঘরিয়ার কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার : পাবনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ( মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ের অফিস কক্ষে কেক কাটেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহাদত হোসেন, প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মো. শাহাদত আলী মুন্সীসহ সকল শিক্ষকবৃন্দ।
এসময় বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মুজীববর্ষ উপলক্ষে বিদ্যালয় অঙ্গনে ফুলের বাগান “ পুষ্পালয়” সৃজন করা হয়।
Spread the love