আটঘরিয়ার কয়রাবাড়ী উচ্চ বিদ্যালয়ে নির্মান কাজের উদ্বোধন করলেন তানভীর
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইউ জি ডি পি প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে বিশ লক্ষ টাকা ব্যায়ে ২ রুম বিশিষ্ট শ্রেণি কক্ষ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্প্রতিবার আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন।
কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাদত হোসেন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওমর ফারুক, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আটঘরিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, সমাজ সেবক মোঃ আব্দুল মালেক বাদশা, কাজের ঠিকাদার মো. সাইদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।