আটঘরিয়ার চাঁদভা ইউনিয়ন পরিষদে দূধর্ষ চুরি সংঘঠিত
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়ন পরিষদে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরের দল ইউনিয়ন পরিষদের চারটি রুমের দরজার লক কেটে ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকাসহ আসবাবপত্র চুরি করে নিয়েছে। তবে চেয়ারম্যানের অভিযোগ, পূর্ব পরিকল্পিত ভাবে একটি পক্ষ ইউনিয়ন পরিষদকে অকার্যকর করতে এই ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, রোববার ভোরের কোন এক সময়ে চোরের দল ইউনিয়ন পরিষদে ঢুকে একে একে চারটি রুমের লক কেটে প্রবেশ করে প্রয়োজনীয় পরিষদের সব কাজপত্র, নগদ ৪ হাজার টাকা, একটি কম্পিউটার, ২টি চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
তবে এ ব্যাপারে চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের অভিযোগ, পূর্ব পরিকল্পিত ভাবে একটি পক্ষ ইউনিয়ন পরিষদকে অকার্যকর করতে প্রয়োজনীয় সব ফাইলপত্র, একটি কম্পিউটার, নগদ টাকাসহ আসবাবপত্র নিয়ে গেছে।
ঘটনাটি সকালে জানাজানি হলে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ জানিয়েছেন, এটা চুরি না পরিকল্পিত কোন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।