আটঘরিয়ার দেবোত্তরে গ্রামীণ ফোন টাওয়ারে ত্রুটি : ১২ ঘন্টা পর স্বাভাবিক

পাবনা রিপোর্ট টোয়েন্টিফোর : গ্রামীণ ফোন টাওয়ারে ত্রুটির কারণে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তরসহ আশপাশের এলাকায় প্রায় ১২ ঘন্টা পর মোবাইল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার বিকেল ৫টার দিক থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত  চরম ভোগান্তিতে পড়েছিলেন গ্রামীণ ফোন ব্যবহারকারী গ্রাহকরা।

এর ফলে মোবাইলসহ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হন গ্রাহকরা। চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।

জানা গেছে, আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর মাড়িয়া কমপ্লেক্সে স্থাপনকৃত গ্রামীণ ফোন টাওয়ারে ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্রামীণের কর্মীরা তা সচল করতে সক্ষম হন।

গ্রাহকদের অভিযোগ, প্রায়ই দেবোত্তর গ্রামীণ ফোন টাওয়ারে ত্রুটি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়তে হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!