আটঘরিয়ার বীরমুক্তিযোদ্ধা আজাহার আলীর ইন্তেকাল ; বিশিষ্টজনদের শোক
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের নাগদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী মৃধা ( ৬৯) আজ বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল আটটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় সড়াবাড়িয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন আটঘরিয়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, আটঘরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা, বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা প্রমুখ।