আটঘরিয়ার লক্ষণপুরে নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলা; মোটরসাইকেল ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া চাঁদভা ইউনিয়নের লক্ষণপুরে পরাজিত প্রার্থীর সমর্থকেরা নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে দুইজন আহত ও একটি মোটর সাইকলে ভাংচুর করেছে তারা। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে উপজেলার চাঁদভা ইউনিয়নে নৌকা প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বিপুর ভোটের ব্যাবধানে জয়লাভ করেন। তারই প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান টুটুল ও তার সমর্থকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্ঠি হয়। এরই এক পর্যায়ে মঙ্গলবার নৌকা প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল ও তার কয়েকজন সমর্থক নিয়ে চাঁদভা ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে লক্ষণপুর গোরস্থান মোড়ে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, অর্তকিতে আমার ও আমার সমর্থদের উপর হামলা করে পরাজিত প্রার্থী কামরুজ্জামান টুটুল ও তার সমর্থকেরা। এসময় তাদের মারপিটে আওয়ামীলীগ নেতা মজনু ও যুবলীগ নেতা আজমত আহত হয়। এসময় আমার এক সমর্থকের মোটরসাইকেল ভাংচুর করা হয়।

ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, নৌকায় ভোট দেওয়ায় পরাজিত টুটুল বাহিনীর হুমকিতে অনেকেই ঘরের বাইরে আসতে পারছেন না।

এ বিষয়ে আটঘরিয়া থানার এসআই কালাম হোসেন ঘটনার সত্যতা স্বকীকার করে বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত শান্ত করা হয়। ভাংচুর করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এলাকাবাসী জানান, পরাজিত প্রার্থী কামরুজ্জামান টুটুল ও তার সমর্থকরা নৌকা প্রার্থীর পক্ষে যারা ভোট দিয়েছেন তাদেরকে নানাভাবে ভয়ভৃতি দেখানো হচ্ছে।

নাম প্রকাশ না করা সর্তে লক্ষপুর, ভরতপুর, সঞ্জয়পুর গ্রামের একাধীক ব্যক্তি বলেন, নৌকা ভোট দেওয়ায় তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। এলাকাবাসী প্রশাসের হস্তক্ষেপ কামনা করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!