আটঘরিয়ায় প্রধান শিক্ষক বজলুর রহমানের ইন্তেকাল
পাবনা রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম : পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ বজলুর রহমান (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার (২৮ নভেম্বর) রাত ৮ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাল্লাহি—–রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাযা শেষে সোনাকান্দর গোরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, আটঘরিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রইচ উদ্দিন রবি, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, আটঘরিয়া যুদ্ধ কালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন রেনু প্রমুখ।