আটঘরিয়ার হাসাইখালিতে ভূমিহীন ও জোতদারদের সংঘর্ষে আহত ১৫
আফ্রিদি খান মিঠুন : সরকারি খাস জমি নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়ায় ভূমিহীন ও জোতদারদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯জনকে গুরুত্বর অবস্থায় আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার হাসাইখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের হাসাইখালি গ্রামে ঘটনার দিন সকালে ভূমিহীনরা হাসাইখালি মাঠে ২২ বিঘা সরকারি খাস জমিতে চাষাবাদ করতে গেলে জোতদার জহুরুল, আশরাফ গংয়েরা তাদের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরিস্থিতি শান্ত করে।
আহতদের মধ্যে বসির (৩২), মোছা: ইনসান (৪০), আমজাদ (৪০), ফরিদ (৫০), বাবলু (৪৫), আইজা (৫০), আবু বক্কর (৪৫), আশরাফ আলী (৫২) ও রহমান মাষ্টার (৫২) কে গুরুত্বর অবস্থায় আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে আটঘরিয়া থানার এসআই শফিউল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।