আটঘরিয়ার হিদাসকোল নৌকা অফিসে বোমা হামলা : ভাংচুর
নিজস্ব প্রতিবেদক, আটঘরিয়া : পাবনার আটঘরিয়ার হিদাসকোল গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ করে অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্তরা অর্তকিতে উপজেলার একদন্ত ইউনিয়নের হিসাদকোল গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ২ থেকে ৩ টা ককটেল বোমা ফাটিয়ে আতংক সৃষ্ঠি করে অফিসের চেয়ার- টেবিল ভাংচুর করে চলে যায়।
খবর পেয়ে আটঘরিয়া থানার ওসি (তদন্ত) সংগ্রীয় ফোসসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, কারা এ হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Spread the love