আটঘরিয়াসহ পাবনায় দুর্গাপূজা উপলক্ষে পুরোদমে চলছে প্রতিমা তৈরী উৎসব

নিজস্ব প্রতিবেদব : সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এখন সর্বত্র প্রতিমা মন্দিরে তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আসন্ন দুর্গা পূজাকে ঘিরে পাবনার আটঘরিয়া উপজেলার সর্বত্র একটি উৎসবের আমেজ তৈরী হয়েছে। উপজেলার দেবোত্তর, থানা পাড়া, উত্তরচক, একদন্ত, খিদিরপুর, লক্ষিপুর গোড়রী সার্বজনীন শ্রীশ্রী দূর্গামন্দির ঘুরে এ চিত্র দেখা গেছে। মন্দিরে মন্দিরে এখন চলছে প্রতিমার চূড়ান্তভাবে রংকরার পূর্ব প্রস্তুতি। এ পূর্জা মন্ডপ গুলোতে একাগ্রচিত্রে আপন মনে নিপূন হাতে নিখুঁতভাবে মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলেছেন দূর্গা দেবীকে। পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্ডপে মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ। এ বছর দেবী দুর্গা ঘোটকে আগমন করবেন এবং দোলায় গমন করবেন।
আটঘরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরোধ কর্মকার নিরু জানান, আগামী ১২ অক্টোবর থেকে সপ্তমী পূজা শুরুর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব এর মূল অনুষ্ঠান শুরু হবে এবং ১৫ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে তা শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আটঘরিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহা জানান, ১৫টি পূজা মন্ডবে দুর্গা পূজার আয়োজন চলছে।
এদিকে পাবনার জেলা সদরসহ অন্যান্য উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুরোদমে চলছে প্রতিমা তৈরী উৎসব। এবারে পাবনা জেলায় ৩৪৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় মন্দিরে মোট ৫৩ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!