নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭ টি পরিবারের মাঝে টিন, শুকরা খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িতে গিয়ে এই টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জানা যায়, সাম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকান্ডে ১৭ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এ সকল পরিবারের মাঝে ২ বান্ডেল ঢেউটিন, শুকনা খাবার ও নগদ ৬ হাজার করে টাকা তুলে দেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, অগ্নিকান্ডে আমাদের থাকার বসতঘরসহ আববাবপত্র পুড়ে গেছে। এই সাহাজ্য পেয়ে নতুন করে আবার ঘর তৈরি করতে পারবো।