আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ একজন আটক
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছে।
উভ
র্যাব সূত্র জানায়, গেল রাতে ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে অভিযান চালিয়ে সাইফুল ইসলাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভালবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত সাইফুল ইসলাম একদন্ত বারইপাড়ার মৃত সাদেক আলী প্রামানিকের ছেলে। র্যাবের দাবী আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়াও সে অস্ত্র নিজের কাছে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন
Spread the love