আটঘরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
পাবনা রিপোর্ট টোয়েনটিফোর ডটকম : পাবনার আটঘরিয়া উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আকরাম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাও: জহুরুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল হোসেন, আটঘরিয়া থানার র্ভারপাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নাজমুল হক, মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, চাঁভদা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাঈল সরদার, দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।
সভায় আটঘরিয়া উপজেলার সম্প্রতি ডাকাতি, ছিনতাই, আইনশঙ্খলা, বাল্যবিবাহ ও মাদক নিয়ন্তনের উপর ব্যাপক আলোচনা ও দমনের সিদ্ধান্ত গৃহীত হয়।