আটঘরিয়ায় আইনশৃঙ্খলা সভায় মাদক, চুরি ও জুয়ায় উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি আটঘরিয়ায় মাদক, চুরি ও জুয়া বেড়ে যাওয়ায় আটঘরিয়া উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত সদস্যদের বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলার অবনতির কথা উঠে আসে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে আয়োজিত সভা উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা খাতুন নিলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ টিটু, আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা কেএম রবিউল আউয়াল রিজভী, সহকারি শিক্ষা কর্মকর্তা শিউলী আহমেদ, জাতীয় কৃষি পুরুস্কার প্রাপ্ত কৃষক শ্রী বিল্পব কুমার সেন, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইয়াছিন আলী, ইউআরসি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মাদক বিক্রি ও সেবনকারি এবং বাল্য বিয়ের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আটঘরিয়া উপজেলাকে মাদক মুক্ত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।