আটঘরিয়ায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ।
এ উপলক্ষে বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ হল রমে আলোচনা সভা ও কেককাটাঅনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ানী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহায়মীন হোসেন চঞ্চল এর পরিচালনায়স বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মিয়া, উপজেলা চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা তানভীর ইসলাম। বক্তব্য দেন একদন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইন্তাজ আলী খান, মোজাম, আশরাফুল ইসলাম, নিখিল কুমার সাহা, আলহাজ গোলজার হোসেন, জাহিদুল ইসলাম মুকুল, রেজাউল করিম, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা হয়।