আটঘরিয়ায় আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোহায়মীন হোসেন চঞ্চলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলার দেবোত্তর হিন্দু সমাজের উদ্যোগে কালিমন্দীর প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
দেবোত্তর কালিমন্দীর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী লংক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল।
বক্তব্য রাখেন আটঘরিয়া প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, পৌর সভার প্যানেল মেয়র শ্রী নিরোধ কর্মকার, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আহসানউল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সোহেল, আওয়ামী লীগ নেতা রওশন আলী, জাহিদ হোসেন, আব্দুর রাজ্জাক, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলিম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম নাছিম প্রমুখ।