আটঘরিয়ায় আত্মহত্যা প্রবণতা রোধ করতে সচেতনতা তৈরির লক্ষ্যে ৭টি বিটে বিশেষ সচেতনতামুলক সপ্তাহ পালন
নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলায় বিভিন্ন বয়স ও পেশার মানুষ নানাবিধ কারনে আত্মহত্যা করছেন। আত্মহত্যা মহাপাপ। অনেকেই মানসিক বিষন্নতা বা হতাশায় ভূগছেন, যার করুন পরিনতি হতে পারে আত্মহত্যা।
এ বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে পাবনা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবির এর তত্বাবধানে
বিশেষ সচেতনতামুলক সপ্তাহ পালন করা হচ্ছে।
তার অংশ হিসেবে আজ ৭ জুন আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণায় আটঘরিয়া উপজেলার চান্দাই গ্রামসহ থানার ৭টি বিটে এই কার্যকমে সকল বিট অফিসার অংশ গ্রহন করেন। এসময় বিভিন্ন স্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিট পুলিশিং ইউনিট এর উদ্যোগে পাবনা পুলিশ সুপার স্যার এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবির এর তত্বাবধানে বিশেষ সচেতনতামুলক সপ্তাহ পালন করা হচ্ছে। এ বিষয়ে সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।