আটঘরিয়ায় আমন ধান সংগ্রহের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম ধান সংগ্রহের উদ্বোধন করেন।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাউম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) খোরশেদ আলম, খাদ্য পরিদর্শক লুৎফর রহমান, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল প্রমুখ।
উদ্বোধনী দিনে আটঘরিয়া পৌর এলাকার কৃষক রুহুল আমিন, আশরাফ আলী, মকবুল হোসেন থেকে ধান সংগ্রহ করা হয়।
এবার আটঘরিয়া উপজেলায় ১ হাজার ৩২ মে:টন ধান সংগ্রহস করা হবে।
Spread the love