আটঘরিয়ায় উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহন
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বভার গ্রহন করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা ইয়াসমিন।
এসময় আটঘরিয়া ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাঈল হোসেন সরদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, আটঘরিয়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।