আটঘরিয়ায় এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ার পৌর এলাকার দেবোত্তর মহল্লায় মলিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধায় দেবোত্তর রহিমা কওমী মহিলা মাদ্রাসাসহ বাসা বাড়িতে এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত মলিনা খাতুনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বর আহত মলিনা মোয়াজ্জিম হোসেনর স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে ভাড়া বাসায় বসবাত করতেন। আহত মলিনা খাতুন ঐ মাদ্রাসার শিক্ষক।
আটঘরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, রোবার সন্ধার দিকে কে বা কাহারা ঐ মাদ্রাসার ভাড়া বাসায় ঢুকে মলিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে গলায় আঘাত করে পালিয়ে যায়। এসময় আহত মলিখা খাতুন দিক বিদিক ছুটোছুটির এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে পাবনা জেনালে হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলে হাসপাতালে স্থান্তর করে।
পুলিশ আরো জানায়, কেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পুলিশ তা খুতিয়ে দেখছে।