আটঘরিয়ায় কিশোরী উদ্ধার ; আটক ২
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় এক সন্তানের জনন কর্তৃক কিশোরীকে নিয়ে পলায়ন। চার দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে আরো এক জনকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে।
জানা গেছে, আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামের এক সন্তানের জনক আসাদুল ইসলাম (২৪) একই এলাকার জনৈক ১৫ বছরের স্কুল পড়–য়া কিশোরীকে নিয়ে গত ১৭ জুলাই অজানা উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছেলের দুলাভাইকে আটক করলে তার দেওয়া তথ্যমতে তাদের দুইজনকে উদ্ধার করে।
এ রিপোর্ট রাত ১২ টায় লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে বিশস্থ্য সূত্র নিশ্চিত করেছেন।
কিশোরীর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, আটককৃত আসাদুল ইসলাম (২৪) এর একটি কন্না সন্তাান রয়েছে। এর আগেও সে আরেকটি বিয়ে করেছিলেন।