আটঘরিয়ায় কোভিড-১৯ রোগের টিকা প্রদান শুরু
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় কোভিড-১৯ রোগের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান এই তিন জন সবার আগে এই টিকা নেন তারা।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে টিকা দান কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন এ টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন, মাসুদ রানা প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে উপজেলায় প্রথম পর্যায়ে ৫ হাজার ২শ ৪০ টিকা ডোজ সরবরাহ করা হয়েছে। টিকা গ্রহনের জন্য উপজেলায় এ পর্যন্ত ৮৮-জন রেজিষ্ট্রেশন করেছেন।
Spread the love