আটঘরিয়ায় গৃহহীনদের জন্য বাসগৃহ নির্মানের উদ্বোধন
আফ্রিদি মিঠুন : পাবনার আটঘরিয়ায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার চাঁদভা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে বাসগৃহ নির্মানের উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল করিম প্রমুখ।
aপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল করিম জানান, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় পাবনা জেলার নয়টি উপজেলা মোট ৮৫টি বাসগৃহ নির্মাণ করা হবে। তিনি আরো জানান, প্রত্যেক জনকে দুই শতাংশ সরকারী খাস জমিও দেওয়া হবে। প্রতিটি বাসগৃহে নির্মাণে মোট ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয় হচ্ছে।