আটঘরিয়ায় চাঁদাবাজির অভিযোগে ৫ জন আটক
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ এসময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকাও উদ্ধার করেছে।
আজ রোববার বিকেলে উপজেলার হারুলপাড়া পাড়া সিঁধাই এলাকা থেকে চাঁদা নেওয়ার সময় হাতে নাতে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো উপজেলার মাজপাড়া ইউনিয়নের পাড়াসিঁধাই গ্রামের শাহাজদ্দিনের ছেলে মতিউর রহমান (৩৫), আব্দুর রশিদের ছেলে মো: জিয়া (২৮), ইসমাঈল হোসেনের ছেলে দুলাল (৩২), সোবাহান আলীর ছেলে মো: সিরাজ (২৬) ও সিরাজের ছেলে ছেলে রবিউল (২৪)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া পাড়াসিঁধাই এলজিইডির পাকা সড়কের কাজ চলছে। এই কাজে ঠিকাদারের কাছে আটককৃতরা ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে তারা। পরে ঠিকাদার থানায় অভিযোগ দায়ের করলে থানার এসআই মিজানুর রহমান সংগ্রীয় ফোর্সসহ খিদিরপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরো জানায়, আটককৃতদের নামে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে যুবলীগ ও ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজির বিষয়ে আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার বলেন, আটককৃতরা যুবলীগ বা ছাত্রলীগের সাথে জড়িত নয়।