আটঘরিয়ায় ছাত্র আটকের প্রতিবাদে রাস্তা অবরোধ বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার আটঘরিয়ায় কলেজ ছাত্র আশরাফুল ইসলাম জনিকে আটকের প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে শনিবার দুপুরে টেবুনিয়া-চাটমোহর সড়ক প্রায় পোনে এক ঘন্টা অবরোধ করে রাখে সহপাঠিরা ও এলাকাবাসী। এতে রাস্তার দুই পাশে ব্যাপক জানজটের সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়ের যাত্রীরা।
জানা গেছে, দেবোত্তর ডিগ্রি কলেজের ছাত্র আশরাফুল ইসলামের সাথে হ্যাপী কম্পিউটার পরিচালক আবু সাঈদের সাথে গাড়ির চাকার হাওয়া না থাকা নিয়ে কথাকাটির এক পর্যায়ে আবু সাঈদ থানায় আশরাফুলের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ শনিবার সকালে তার নিজ গ্রাম জালালের ঢালু থেকে আটক করে পুলিশ।
খবরটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলা গেট সংলগ্ন রাস্তায় বসে বিক্ষোভ ও অবরোধ করে গাড়ী চলাচল বন্ধ করে দেয়। প্রায় পোনে এক ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ ব্যাপারে হ্যাপী কম্পিউটার পরিচালক আবু সাঈদ বলেন, আমার প্রাইভেট কারের চাকা লিক করে দেয় আশরাফুল সেই কারণে আমি থানায় অভিযোগ দিয়েছিলাম।
আশরাল ইসলাম জনি বলেন, প্রথমে আমার মোটর সাইকেল তার শো রুমে পাশে থাকায় আমার মোটর সাইকেলের হাওয়া ছেরে দেয় আবু সাঈদ। এর পর আমি তার গাড়ীর হাওয়া ছেড়ে দিই মাত্র। কিন্তু প্রথম অন্যায়তো সেই করেছে। তারই তো শাস্থি হওয়া উচিত।
এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, আশরাফুল ইসলাম জনিকে ছেড়ে দেওয়া হয়েছে।