আটঘরিয়ায় জনতার মুখোমুখি হচ্ছেন উপজেলা চেয়ারম্যান তানভীর
নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ ডিসেম্বর জনতার মুখোমুখি হচ্ছেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম। আগামী ১১ ডিসেম্বর বেলা ১১ টার দিকে আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে “জনতার মুখোমুখি” অনুষ্ঠানে মুখোমুখি হবেন তিনি।
অনেকেই সরাসরি প্রশ্ন করতে কুণ্ঠাবোধ করবেন এজন্য ৮-১০ ডিসেম্বর আটঘরিয়া প্রেসক্লাব ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে প্রশ্ন বক্স থাকবে।এই বক্সে যে কোন ব্যক্তি প্রশ্ন ফেলতে পারবেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রশ্নের প্রশ্ন করতে পারবেন। উত্তর দেয়া হবে জনতার মুখোমুখি অনুষ্ঠানে।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রারম্ভে জনপ্রতিনিধি ও জনগনের দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে এই জনতার মুখোমুখি হবে উপজেলা চেয়ারম্যান তারভীর ইসলাম।
আর এই আয়োজন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি।
Spread the love