আটঘরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার উপজেলা পরিষদ হলরুমে মেলা শেষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্ররানী মন্ডল, আটঘরিয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহবুবা খাতুন মায়া, একদন্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ খান। মেলায় দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রোগরামার মো. রোকনুজ্জামান।