আটঘরিয়ায় ডাকাতি প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট : গৃহকর্তাসহ আহত ৩ : বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়ার কদমডাঙ্গা গ্রামে একটি বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদল এসময় বাড়ির গৃহকর্তাকে কুপিয়ে আহত করে নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি সর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাত দলের মারপিটে আরো কমপক্ষে দুই জন আহত হয়েছে। গত রাত ১ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পারবিবারিক সংত্র জানায়, গত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাতদল ব্যবসায়ী ইঞ্জিন হোসেনের বাড়িতে ঢুকে নুরুজ্জামান ইঞ্জিনকে কুপিয়ে তার দুই ছেলে সাগর (২১) ও শাওন (১৬) কে মারপিট করে আহত করে ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি সর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। আহতদের আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে দুটি ককটেল বোমা পড়ে থাকতে দেখে পুলিশে জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে আটঘরিয়া থানার (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।