আটঘরিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থীর ভ্রাম্যমান আদালতে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঙ্ঘনের অভিযোগে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোবারক হোসেন পান্নাকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার দিকে ভ্রাম্যমান আদালত আটঘরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা সুলতানা এ রায় প্রদান করেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী মোবারক হোসেন পান্নার নের্তৃত্বে একটি শো ডাউন বের করে। এই শো-ডাউনে রাস্তার উপর তার সমর্থকেরা জড়ো হয়ে গাড়ি চলাচল সহ সাধারণ মানুষ চলাচলের বৃঘœ ঘটে। অন্যদিকে দেবোত্তরস্থ নৌকা প্রতীকের অফিসে উচ্চ সুরে সাইন্ডবক্স বাজানোসহ বেশ কিছু অফিযোগ এনে ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন। ভ্রাম্যমান আদালত এসয় সাউন্ডবক্স জব্দ করেন।
পুলিশ জানায়, নির্বাচনের পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা শো-ডাউন করা যাবে না এই অভিযোগে ভ্রাম্যমান আদালত এই রায় প্রদান করেন।