আটঘরিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় পাবনার আটঘরিয়া উপজেলার গৌড়রী গ্রামের চিকনাই নদীতে চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সেমি ফাইনাল।তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ এ নৌকা বাইচে ফাইনালে উন্নিত হয়েছে বাংলার দুলদুল, জনতার সংগ্রাম, হাদল নিউ একতা এক্সপ্রেস ও আত্রাই এক্সপ্রেস। উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক দর্শক নৌকা বাইচ উপভোগ করেন। আগামী শনিবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা। সেখানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করবেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। স্কয়ারের জনপ্রিয় ব্র্যান্ড রুচির সৌজন্যে এ প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের মোট ১৬ টি দল অংশ নিয়েছে।
Spread the love