কয়রাবাড়ী পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহৎস্প্রতিবার বিদ্যালয়ের হলরুমে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যদেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যদেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও সাংবাদিক মো. জিল্লুর রহমান রানা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ইয়াসমিন খাতুনের সভাপতিত্বে বক্তব্যদেন সমাজ সেবক মো. শাহাদত হোসেন মুন্সি। স্বাগত বক্তব্যদেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সালমা পারভীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাকির হোসেন। এবছর বিদ্যালয় থেকে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।