আটঘরিয়ায় বসতবাড়িতে হামলা ভাংচুর মারপিটে আহত ৫

নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ার অভিরামপুর গ্রামে বৃহসস্পতিবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ফারুক প্রাং এর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারপিট করে ব্যাপক ভাংচুর করা হয়েছে। মারপিটে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের মধ্যে দুইজনের অবস্থা অবনতি হলে তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদশীরা জানায়, উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মো: ফরুক প্রাং ও একই এলাকার মুঞ্জু গংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরের দিকে মুঞ্জু, তারেক, আলম, বারেক গংয়েরা ফারুক প্রাং এর বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারপিট করে গুরুত্বর আহত করে ঘর-বাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্বিঘ্নে চলে যায়। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহতরা হলেন, গোলাম মওলা (৫০), মোছা: মাহিরুন (৩৫), রোকেয়া বেগম (৬০), মাবিয়া খাতুন (১০)।

আটঘরিয়া থানার এসআই ফারুক হোসেন বলেন, অভিরামপুর গ্রামের ফারুক হোসেন ও মুঞ্জু গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে দীূর্ঘদিন যাবত। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!