আটঘরিয়ায় বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে মারপিট ; ঘর-বাড়ি ভাংচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা একটি বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে মারপিট করে ঘর-বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আটঘরিয়া পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কন্দর্পপুর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে।
অভিযোগে জানা গেছে, কন্দর্পপুর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আব্দুস সালাম ভারাটে ২০ থেকে ২৫ জন লোক নিয়ে ঐ বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারপিট করে ঘর-বাড়ি ভাংচুর করে নিবিঘ্নে চলে যায়।
খবর পেয়ে আটঘরিয়া থানার এসআই শফিউল সংগ্রীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শণ করে। পরে গৃহকর্তা আব্দুল মতিন বাদী হয়ে আব্দুস সালামকে প্রধান আসামী করে আটঘরিয়া থানায় অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনের নামে একটি অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে কন্দর্পপুর গ্রামের আব্দুল মতিনের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে তার বাড়িতে আব্দস সালামের নের্তৃত্বে হামলা ও মারপিট করা হয়েছে।
আটঘরিয়া থানার এসআই শফিউল বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।