আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রামণের কারণে পাবনার আটঘরিয়া পৌর এলাকায় বিএনপির উদ্যোগে রোববার সকালে ৫শ ৮০ জন দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খালেদা জিয়ার উপদেষ্ঠা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে আটঘরিয়া পৌর এলাকার রাধাকান্তপুর জামে মসজিদ ঈদগাহ মাঠ ও আটঘরিয়া কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, যুগ্ন আহবায়ক মনোয়্ওা হোসেন আলম, পৌর বিএনপির আহবায়ক আওরঙ্গজেব বাচ্চু, যুগ্ন আহবায়ক আশরাফুল আলম, বিএনপি নেতা শফিউদ্দিন, আলহাজ ইউসুফ হাজী, জুলফিকার হায়দার রাঙা, হারুনর রশিদ, আজিজুল হক আরজু, কামরুল ইসলাম ঝন্টু, আলম বিশ্বাস, পাঞ্জাব আলী, আক্কাস আলী, আনোয়ারুল ইসলাম খান, আব্দুস কুদ্দুস, কামাল হোসেন, আজিমুদ্দিন, জাহিদ হাসান প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি করে চাল।