আটঘরিয়ায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো ইলেকট্রিশিয়ানের
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাওন হোসেন (১৯) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন কদমডাঙ্গা গ্রামের হারুনর রশিদের ছেলে।
আটঘরিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, নিহত শাওন বেরুয়ান গ্রামের আফজাল হোসেনের বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদুৎপৃষ্ট হয়ে ঝুলে থাকে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রায় আড়াই ঘন্টা পর আটঘরিয়া ফায়ার সার্ভিসের ইউনিট তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এলাবাসীর অভিযোগ পল্লী বিদ্যুতের লাইনম্যান থাকা সত্বেও কেন সাধারণ একজন
সহকারী ইলেকট্রিশিয়ান বিদ্যুতের পুলে কাজ করেন।
এ ব্যাপারে চাটমোহর পল্লী বিদ্যু সমিতির জিএম মাসফিকুল ইাসলাম জানান, যতটুকু আমি জেনেছি নিহত শাওন ডিশ লাইনের কাজ করছিলো। সে আমাদের কোন শ্রমিকের সাথে কাজ করেন না বলেৈ দাবী করেন তিনি।
পুলিশ জানায়, এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।