আটঘরিয়ায় বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরেই রাত ১২ টা ১ মিনিটে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন শহীদ মিনারে উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, থানার পক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যায়ক্রমে পৌরসভা, রিপোটার্স ইউনিটি, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, দেবোত্তর ডিগ্রি কলেজ, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলা সদরের নানা পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক করেন। পরে শহীদদের আতœার মাগফেরাতদ কামনা করে মোনাজাত করা হয়।