আটঘরিয়ায় বিনামূল্যে করোনা প্রতিষেধক ওষুধ বিতরন
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় বুধবার (২৭ মে) বিনামূল্যে হোমিওপ্যাথিক করোনা প্রতিষেধক ওষুধ বিতরণ করা হয়েছে।
ঢাকা মিরপুরস্থ পাবনা হোমিও ক্লিনিক ও রিজিয়া হোমিও ফার্মেসির উদোগে দুইশ’ পরিবারের মাঝে বিনামূল্যে এই প্রতিষেধক ওষুধ বিতরণ করা হয়।
আটঘরিয়া বাজারস্থ রিজিয়া হোমিও ফার্মেসীতে এদিন দুপুর একটার দিকে ওষুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের সহাসচিব ডাঃ মোঃ রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ খান, আটঘরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহকারী শিক্ষক মো: আরশেদ আলী। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, হোমিওপ্যাথিক করোনা প্রতিষেধক এই ওষুধ সেবন করলে এক মাস পর্যন্ত মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে।